• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় ব্রিজ ডুব দিয়েছে নদীতে

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৭:৫২ অপরাহ্ণ
পাইকগাছায় ব্রিজ ডুব দিয়েছে নদীতে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা ও পুটিমারী এলাকার সংযোগ সেতুটি হঠাৎ নদীতে ধসে পড়েছে। বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে উলুবুনিয়া নদীর উপর অবস্থিত সেতুটি ভেঙে পড়লে দুই ইউনিয়নের মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর উপর প্রায় ২৫ বছর আগে (২০০০ সালে) তৎকালীন সরকার এই সেতুটি নির্মাণ করে। এটি ছিল শামুকপোতা, পুটিমারী ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র সংযোগ পথ। সেতুটির মাধ্যমে স্থানীয় তিনটি বিদ্যালয়, তিনটি বাজার ও হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াত নির্বিঘ্ন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও যথাযথ সংস্কারের উদ্যোগ না নেওয়ায় তা ধসে পড়ে। এতে বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে।
ঘটনার পর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন ও উপজেলা প্রকৌশলী সাফিন সোহেব ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রকৌশলী সাফিন সোহেব জানান, নতুন করে পাকা সেতু নির্মাণে সময় ও অর্থের প্রয়োজন হবে, তাই আপাতত ইউএনওর নির্দেশে একটি কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনও মাহেরা নাজনীন বলেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ে বিকল্প সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।