• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হায়দরাবাদকে হারালো চেন্নাই

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২১, ০২:১৯ পূর্বাহ্ণ
হায়দরাবাদকে হারালো চেন্নাই
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

বুধবার (২৮ এপ্রিল) আইপিএল এ দিনের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্সের করা ১৭১ রান ৯ বল বাকি থাকতে টপকে যায় সিএসকে

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বেয়ারস্টোকে হারায় হায়দরাবাদ। তবে, এরপরই শতরানের জুটি গড়েন ক্যাপ্টেন ওয়ার্নার আর মানিশ পান্ডে। দুজনের ব্যাটেই হাফ সেঞ্চুরি। ওয়ার্নার করেন ৫৭ আর পান্ডের ব্যাটে আসে ৬১ রান। উইলিয়ামসনের ১০ বলে ২৬ আর যাদবের ৪ বলে ১২ রানে ভর করে বোর্ডে ১৭১ রানের লড়াকু পুঁজি পায় সানরাইজার্স।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় চেন্নাই। উদ্বোধনী জুটিতেই রান ওঠে ১২৯, সেও মোটে ১৩ ওভারেই। গাইকোয়াদ ও দু প্লাসি দুজনই করেন ফিফটি। রাশিদ খান এরপর ব্যাক টু ব্যাক তিন উইকেট পেলেও লাভ হয়নি। সহজেই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠে গেছে ধোনির চেন্নাই।