Home অন্যান্য প্রশাসন আশাজাগানীয়া বিএমপি কমিশনারের সাবধান বাণী

আশাজাগানীয়া বিএমপি কমিশনারের সাবধান বাণী

স্টাফ রিপোর্টার ‍॥

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান বিপিএম বার-এর সাম্প্রতিক সাবধানবানী নগরবাসীকে বিশেষ আশার আলো দেখিয়েছে। তিনি পুনরায় বলেছেন, দিস ইজ দা লাস্ট ট্রিটমেন্ট, দুষ্টের দমন আমাদের করতেই হবে। ঘরের হোক বা বাইরের হোক, আর কোন ছাড় নয় ! তার এই বক্তব্য জনসাধারনের মধ্যে আশার আলো জ্বালাবার পাশাপাশি কাঁপন ধরিয়েছে দুর্নীতিবাজ পুলিশ ও অপরাধীদের মনে।

বরিশাল পুলিশ লাইন্স-এ ২৬শে জুলাই শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে বিএমপি কমিশনার  মোহাম্মদ শাহাবুদ্দিন খান বিপিএম বার এ কথা বলেন। তিনি বলেন, মাদক ও দুর্নীতির প্রতি অপরাধীদের একধরনের অহেতুক নেশা আছে। মাদকাসক্তদের যেমন রিহেবিলিটেশন প্রয়োজন, তেমনিই দুর্নীতিবাজদেরও মানসিকতার পুনর্বাসন প্রয়োজন।বিএমপি কমিশনার  আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি মহোদয় মাদক ও দুর্নীতি নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছেন। এরপরেও যদি কোন বিপদগামী পুলিশ সদস্য এই দুর্নীতি থেকে বের হয়ে আসতে না পারে, ভালো হতে না পারে, নিজেকে শুধরে নিতে না পারে, তাকে ভালো করার কঠোর ব্যবস্থা হাতে রয়েছে!

উল্লেখ্য, বিএমপি কমিশনার হিসেবে যোগদানের পর মোহাম্মদ শাহাবুদ্দিন খান বিপিএম বার তাঁর টিমে কঠোর শৃঙ্খলা আনার উদ্যোগ নেন। পাশাপাশি ওপেন হাউজ ডে’র মাধ্যমে তিনি পুলিশকে প্রকৃত অর্থেই জনগনের পুলিশে পরিণত করার ধারা অনেকটাই এগিয়ে নেন। উল্লেখ্য, বরিশালে যোগদানের আগে তিনি একাধিক জেলার পুলিশ সুপার এবং একাধিক বার র‌্যাব-এর সিও হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ কর্মকর্তা হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন খানের সততা এবং অভিজ্ঞতা ও দক্ষতায় বিএমপি অসাধারণ এক উচ্চতায় পৌছেছে বলে অনেকে মনে করেন। তবে এখনও শর্ষের মধ্যে কিছু ভুত রয়েছে বলে অভিযোগ উঠেছে কোন কোন মহল থেকে। মাদকের ‘পাইকারী বাজার’ হিসেবে পরিচিত বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে ২২ জুলাই ডিবি’র অভিযানের খবরটি বিমানবন্দর থানা সূত্রে ফাঁস হয়ে যাবার কথা উদাহরণ হিসেবে উল্লেখ করছেন কেউ কেউ। সূত্র জানিয়েছে, গোয়েন্দা পুলিশের অভিযানের কথা ফাঁস করে দেয়ার ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তিটি এর আগে কোতয়ালী থানায় কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments