• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

একাত্তর- রাব্বি তালুকদার

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৩, ০০:১৪ পূর্বাহ্ণ
একাত্তর- রাব্বি তালুকদার
সংবাদটি শেয়ার করুন...
একাত্তর
-রাব্বি তালুকদার

একাত্তরে যুদ্ধ হলো,
জীবন দিলো আমার ভাই।
সংকল্প তাদের দৃঢ় ছিলো,
দেশটাকে যে স্বাধীন চাই।
স্বাধীনতা পেলাম বটে,
তিরিশ লক্ষ প্রান যে নাই।
কত মা-বোনের ইজ্জত গেলো,
এর হিসাব কোথায় পাই।
অত্যাচারের সেই যে জমি,
বধ্যভূমি নাম যে তার।
ষড়যন্ত্র পাকিস্তানের,
সাহায্য করলো রাজাকার।
হত্যা করলো নির্বিচারে,
মা-বোনকেও ছাড়লো না।
চেষ্টা তাদের ভালোই ছিলো,
দমিয়ে রাখতে পারলো না।
লেখক:
শিক্ষার্থী, ২০২০-২০২১ শিক্ষাবর্ষ,
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।

 


দৈনিক দখিনের সময় সর্বদা সৃজনশীলতাকে উৎসাহিত করে।  লেখা পাঠাতে ই-মেইল করুন: dokhinersomoy@gmail.com. ই-মেইলে অবশ্যই যথাযথভাবে সাবজেক্ট দিতে হবে।