Home অন্যান্য সাহিত্য "শত ব্যর্থ চাওয়া" - মোঃ তারিকুল ইসলাম আরিফ

“শত ব্যর্থ চাওয়া” – মোঃ তারিকুল ইসলাম আরিফ

শত ব্যর্থ চাওয়া

-মোঃ তারিকুল ইসলাম আরিফ


আমি হাড়িয়েছি বহু পথ।
দিয়েছি পারি শত বাঁধা।
করেছি বরণ শত লাঞ্ছনা,
কপটতা স্বীকার করেছি তোমার হৃদয় গৃহে এসে।

হাড়িয়ে হাজার সময়, তবুও কোটি মানুষের ভিড়ে খুঁজেছি তোমারি বিবর্ণ মুখ।
কোথাও অবেলায় পাইনিতো তোমায়!পেয়েছি শুধু বিবর্ন স্মৃতির প্রতিচ্ছবি খানি।
যেটা হাওয়ায় মিশে স্বপ্ন হয়ে রয়ে গেছে শুন্য পকেটে ফেরা পথিকের বাটি খানি।
কোই খোঁজো নিতো আমায়!

পূনরায় খুঁজিবার দ্বারে গিয়েও পথিক পথ হাড়িয়ে বর্ষিত হলো করুন রোদনে।
তবুও সকল সত্য তাহার বিকল হইলো, না দেখা কোন এক স্বপ্নের ক্যানভাসে।
শত কোটি বার বুঝিবার লাগিয়া বাধিয়া ছিলাম যেন আশা।
তত বারই তুমি ক্ষতবিক্ষত করে দিয়ে চূর্নবিচূর্ন করেছো মোর বাসা।
আমিতো কাঙাল রয়ে যাবো শত মিনিট, ঘন্টা বছর।
তোমারি ক্যানভাসে আঁকবো ধূসর মোর স্বপন।

সকল আশা ভঙ্গ করিয়া যাহাকে করিয়াছি পর,সেইবা নাহয় আমার জন্য হইলো স্বার্থপর।
স্বপন দেখিয়ে মায়াবীনি সেতো করে দিয়েছে পাগল।

লোকে এখন মাতাল বলুক,উন্মাদ বলুক সবই যে তোমাকে প্রাপ্তিরই ফল।

আমিতো মহা ভুলে ডুবেও শুধু তোমাকেই চাইবো,মোনাজাতে না হয় স্বপ্ন বিলাসে তুমি একটু পারলে আমার মনের রানীই হইও!

তোমারি হবো শত বাঁধা পেরিয়ে ঠিক দেখবে আমি তোমার কাছেই রবো।
যত রাখতে চাইবার অযুহাত সব দুচোখে জড়িয়েই রাখবো।

লেখক:

মোঃ তারিকুল ইসলাম আরিফ

শিক্ষার্থী, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ,

বরিশাল বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভোলায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলায় বৃষ্টির জন্য জাতীয় উলামায়ে মশায়েখ আম্মা পরিষদের পক্ষ থেকে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ভোলা...

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

পদ্মা ব্রিজ হওয়ার আগে বরিশাল-ঢাকা করতাম লঞ্চে। সেই পাট চুকে গেছে। নৌ-পথের পাট চুকিয়ে এখন সড়ক পথই ভরসা। সরকারি লোকদের ফ্রিস্টাইল দুর্নীতি এবং মালিকপক্ষের...

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এই অস্ত্রোপচার করা হবে।...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

দখিনের সময় রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়  বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়...

Recent Comments