• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“শত ব্যর্থ চাওয়া” – মোঃ তারিকুল ইসলাম আরিফ

দখিনের সময়
প্রকাশিত জুন ২৯, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ
“শত ব্যর্থ চাওয়া” – মোঃ তারিকুল ইসলাম আরিফ
সংবাদটি শেয়ার করুন...

শত ব্যর্থ চাওয়া

-মোঃ তারিকুল ইসলাম আরিফ


আমি হাড়িয়েছি বহু পথ।
দিয়েছি পারি শত বাঁধা।
করেছি বরণ শত লাঞ্ছনা,
কপটতা স্বীকার করেছি তোমার হৃদয় গৃহে এসে।

হাড়িয়ে হাজার সময়, তবুও কোটি মানুষের ভিড়ে খুঁজেছি তোমারি বিবর্ণ মুখ।
কোথাও অবেলায় পাইনিতো তোমায়!পেয়েছি শুধু বিবর্ন স্মৃতির প্রতিচ্ছবি খানি।
যেটা হাওয়ায় মিশে স্বপ্ন হয়ে রয়ে গেছে শুন্য পকেটে ফেরা পথিকের বাটি খানি।
কোই খোঁজো নিতো আমায়!

পূনরায় খুঁজিবার দ্বারে গিয়েও পথিক পথ হাড়িয়ে বর্ষিত হলো করুন রোদনে।
তবুও সকল সত্য তাহার বিকল হইলো, না দেখা কোন এক স্বপ্নের ক্যানভাসে।
শত কোটি বার বুঝিবার লাগিয়া বাধিয়া ছিলাম যেন আশা।
তত বারই তুমি ক্ষতবিক্ষত করে দিয়ে চূর্নবিচূর্ন করেছো মোর বাসা।
আমিতো কাঙাল রয়ে যাবো শত মিনিট, ঘন্টা বছর।
তোমারি ক্যানভাসে আঁকবো ধূসর মোর স্বপন।

সকল আশা ভঙ্গ করিয়া যাহাকে করিয়াছি পর,সেইবা নাহয় আমার জন্য হইলো স্বার্থপর।
স্বপন দেখিয়ে মায়াবীনি সেতো করে দিয়েছে পাগল।

লোকে এখন মাতাল বলুক,উন্মাদ বলুক সবই যে তোমাকে প্রাপ্তিরই ফল।

আমিতো মহা ভুলে ডুবেও শুধু তোমাকেই চাইবো,মোনাজাতে না হয় স্বপ্ন বিলাসে তুমি একটু পারলে আমার মনের রানীই হইও!

তোমারি হবো শত বাঁধা পেরিয়ে ঠিক দেখবে আমি তোমার কাছেই রবো।
যত রাখতে চাইবার অযুহাত সব দুচোখে জড়িয়েই রাখবো।

লেখক:

মোঃ তারিকুল ইসলাম আরিফ

শিক্ষার্থী, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ,

বরিশাল বিশ্ববিদ্যালয়