আমার চেতনা
শহীদ মোল্লা
আমার চেতনায় স্বার্থ;যা মানুষকে করে বিচ্ছিন্ন ;
আমার চেতনায় হিংসা-বিদ্বেষ;যা অস্তিত্ব করে নিশ্ব।
যে চেতনা সবারই বুকে লালন করে পরম সুখে!
যে চেতনায় সজাগ সবার দৃষ্টি কোলাহ আনে অহর্নিশি!
যে চেতনা ধারন করে উল্লাস মাতোয়ারা সৃজন জাতি!
কিসের যেনো গন্ধ আসে,তবে কি বর্ষা আসে?
আসে কি ভয়াল বিপাক?মূল্যবোধের যায়গা থেকে?
যেটা মেঘের বৃষ্টির মতো নয়,নয় হিমেল পাহাড় হতে!
এক বিকট শব্দ করে,ক্ষনিকেই প্রাচীর ভেদে;
যারই দানবীয় উল্লাসে আজ মাতোয়ারা বিশ্ব।
মিলছে মেলা দলে দলে নতুন নতুন পসরা খুলে!
আমার চেতনায় আজ বিশ্ব ;দাপুটে লোটতুরাজ,
নিভিয়ে সূর্যটাকে জ্বালাতে চায় দিনের বাতি;
উজাড় করে স্মৃতিচিহ্ন গ্রাস করে মহান দৃশ্য।
আমার চেতনায় প্রকৃতি;করুন দৃষ্টি নিয়ে খেলায়,
ধ্বংস নিমিষে যার আকুতি মস্তপ্রেমী সুধায়।
আমার চেতনা আজ সজাগ জাতি;দৃশ্যপটে ঘুমায়,
যেথায় অযথা শ্রান্তির বানী নিত্যদিন মোদের শুনায়।