Home অন্যান্য সাহিত্য "আমার চেতনা"- শহীদ মোল্লা

“আমার চেতনা”- শহীদ মোল্লা

আমার চেতনা
শহীদ মোল্লা


আমার চেতনায় স্বার্থ;যা মানুষকে করে বিচ্ছিন্ন ;
আমার চেতনায় হিংসা-বিদ্বেষ;যা অস্তিত্ব করে নিশ্ব।
যে চেতনা সবারই বুকে লালন করে পরম সুখে!

যে চেতনায় সজাগ সবার দৃষ্টি কোলাহ আনে অহর্নিশি!
যে চেতনা ধারন করে উল্লাস মাতোয়ারা সৃজন জাতি!
কিসের যেনো গন্ধ আসে,তবে কি বর্ষা আসে?

আসে কি ভয়াল বিপাক?মূল্যবোধের যায়গা থেকে?
যেটা মেঘের বৃষ্টির মতো নয়,নয় হিমেল পাহাড় হতে!
এক বিকট শব্দ করে,ক্ষনিকেই প্রাচীর ভেদে;
যারই দানবীয় উল্লাসে আজ মাতোয়ারা বিশ্ব।

মিলছে মেলা দলে দলে নতুন নতুন পসরা খুলে!
আমার চেতনায় আজ বিশ্ব ;দাপুটে লোটতুরাজ,
নিভিয়ে সূর্যটাকে জ্বালাতে চায় দিনের বাতি;
উজাড় করে স্মৃতিচিহ্ন গ্রাস করে মহান দৃশ্য।

আমার চেতনায় প্রকৃতি;করুন দৃষ্টি নিয়ে খেলায়,
ধ্বংস নিমিষে যার আকুতি মস্তপ্রেমী সুধায়।
আমার চেতনা আজ সজাগ জাতি;দৃশ্যপটে ঘুমায়,
যেথায় অযথা শ্রান্তির বানী নিত্যদিন মোদের শুনায়।

 

লেখক: শিক্ষার্থী, ২০২০-২০২১ শিক্ষাবর্ষ,
বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবশেষে ছাত্রলীগের দর্পচূর্ণ, কনস্টেবলের কাছে মুচলেকা দিলেন ছাত্রলীগ নেতা

দখিনের সময় ডেস্ক: ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘এই অঙ্গুল দেখাছিস কাকে। এই তুই আঙ্গুল দেখাছিস কাকে। তুই আঙ্গুল দেখিয়ে কথা বলছিস কোন সাহসে। যোগ্যতা...

ভিসা নীতির আওতা স্পষ্ট করলো মার্কিন দূতাবাস

দখিনের সময় ডেস্ক: মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসা বি‌ধি‌নি‌ষেধ আরো‌প কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক...

বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ রফতানি, কারণ জানে না আড়ৎদার সমিতি

দখিনের সময় ডেস্ক: দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ পাঠানোর কারণ জানাতে পারেনি বরিশাল জেলা মৎস্য্য আড়ৎদার সমিতি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল।...

নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ট্রাক, আহত ১৩

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানার ছাত্রাবাসে ঢুকে পড়েছে। এতে ট্রাকের হেলপারসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের...

Recent Comments