Home অন্যান্য সাহিত্য "পিতা" -ইব্রাহিম খান

“পিতা” -ইব্রাহিম খান

পিতা
-ইব্রাহিম খান


নির্ভয়ে রাত পিতার সঙ্গ,
আমার দেহ পিতার অঙ্গ।
ছায়া ঘেরা পাহাড়।

ঘাম ঝরে গায় ,জুতা নেই পায়।
যোগাতে আমার আহার।

ঘুম নেই তার বাবুটা বাড়ছে ,
ওর কোথায় কি চাই।
জামাটা আজকে সেলিয়ে নিবো,
কেনার ইচ্ছে নাই।

বাবা বড্ড হিসেবি হয় ,
নিজের শখের হেলা।
সন্তান যেন দুধভাতে খায় ,
নিত্য তিনটা বেলা।

বাবার পকেট শূন্য হয়না,
সন্তান যদি চায়।
নিজের বেলা বড্ড অভাব,
ক্ষুধা যেন না পায়।

এক পা দু’পা করে যখন,
চলতি শিখি আমি।

আঘাত পেলে , পায়ের ব্যাথায় ,
কষ্ট পেতে তুমি।

আমার মুখের বাবা ডাকটা,
তোমার তৃপ্তির ভাষা,
আব্বু আবার বাঁচতে শিখে,
আমায় নিয়ে আশা।

বাবু তুমি শ্রেষ্ঠ পাওয়া,
জগৎ সেরা ঘাঁটি।
বাবা শূন্য সন্তান কভু ,
হয়না পরিপাটি।

ভালো থাকুক সকল বাবা ,
আশার প্রদীপ জ্বেলে।
বৃদ্ধা বয়সে পিতার যেন ,
দুমুঠো ভাত মেলে।

 

লেখকঃ মোহাম্মদ ইব্রাহিম খান,

শিক্ষার্থী, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ (২০১৯-২০২০), বরিশাল বিশ্ববিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শোকদিবস বিবর্জিত বরিশাল বনবিভাগ

আলম রায়হান: অবিশ্বাস্য হলেও সত্য, এবারের জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বন বিভাগের দৃশ্যমান কোন কর্মসূচি ছিলো না। এমনকি সামান্য ব্যানারও টানানো হয়নি বন বিভাগের...

শুভ জন্মাষ্টমী আজ

দখিনের সময় ডেস্ক: সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মাধ্যমে জন্মাষ্টমী পালন করবে। দ্বাপর যুগের...

ডিপিডিসিতে চাকরি, সর্বোচ্চ বেতন ৯৬,৪৮২, আবেদন ফি ১,৫০০

দখিনের সময় ডেস্ক: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (ইএসপিএসএন) (জিটুজি) প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে সহকারী প্রকৌশলী...

হৃদ‌রোগের উপকারি ইলিশ মাছ

দখিনের সময় ডেস্ক: ইলিশ মাছের নাম শুনলেই বাঙালির জিভে পানি আসে! সরষে ইলিশ, ভাপা, ইলিশ পাতুরি, দই ইলিশ, ইলিশের টক, ইলিশের ডিম ভাজা— আরও কত...

Recent Comments