• ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

“পিতা” -ইব্রাহিম খান

দখিনের সময়
প্রকাশিত জুন ১৯, ২০২২, ২১:৩৮ অপরাহ্ণ
“পিতা” -ইব্রাহিম খান
সংবাদটি শেয়ার করুন...

পিতা
-ইব্রাহিম খান


নির্ভয়ে রাত পিতার সঙ্গ,
আমার দেহ পিতার অঙ্গ।
ছায়া ঘেরা পাহাড়।

ঘাম ঝরে গায় ,জুতা নেই পায়।
যোগাতে আমার আহার।

ঘুম নেই তার বাবুটা বাড়ছে ,
ওর কোথায় কি চাই।
জামাটা আজকে সেলিয়ে নিবো,
কেনার ইচ্ছে নাই।

বাবা বড্ড হিসেবি হয় ,
নিজের শখের হেলা।
সন্তান যেন দুধভাতে খায় ,
নিত্য তিনটা বেলা।

বাবার পকেট শূন্য হয়না,
সন্তান যদি চায়।
নিজের বেলা বড্ড অভাব,
ক্ষুধা যেন না পায়।

এক পা দু’পা করে যখন,
চলতি শিখি আমি।

আঘাত পেলে , পায়ের ব্যাথায় ,
কষ্ট পেতে তুমি।

আমার মুখের বাবা ডাকটা,
তোমার তৃপ্তির ভাষা,
আব্বু আবার বাঁচতে শিখে,
আমায় নিয়ে আশা।

বাবু তুমি শ্রেষ্ঠ পাওয়া,
জগৎ সেরা ঘাঁটি।
বাবা শূন্য সন্তান কভু ,
হয়না পরিপাটি।

ভালো থাকুক সকল বাবা ,
আশার প্রদীপ জ্বেলে।
বৃদ্ধা বয়সে পিতার যেন ,
দুমুঠো ভাত মেলে।

 

লেখকঃ মোহাম্মদ ইব্রাহিম খান,

শিক্ষার্থী, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ (২০১৯-২০২০), বরিশাল বিশ্ববিদ্যালয়।