• ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“পতাকা”- আব্দুল্লাহ আল নোমান

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২২, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ
“পতাকা”- আব্দুল্লাহ আল নোমান
সংবাদটি শেয়ার করুন...

পতাকা
-আব্দুল্লাহ আল নোমান


সব কালো রং খুন হোক
ফিনকি দিয়ে ঝরুক
লাল নীল হলুদ স্বপ্ন।
একটা দিন বেশি বাঁচুক,
রক্তাক্ত বন টিয়া কিংবা লুকোনো পতাকা।
খুনী হই আমরা
দন্ড হোক মৃত্যু, সাজানো হোক মঞ্চ।
তারপর, অনেকদিন পর, একদিন-
ছোট্ট শিশুটা দেখুক
কবরে ফুঁটেছে কামিনী,
জাদুঘরে দর্শনার্থীর ভিড়
আর
সূচীপত্রে নতুন অধ্যায়ের সংযোজন!

লেখক: শিক্ষার্থী,
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।