• ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“নিমন্ত্রণ” – মোঃতারিকুল ইসলাম আরিফ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২, ২৩:১১ অপরাহ্ণ
“নিমন্ত্রণ” – মোঃতারিকুল ইসলাম আরিফ
সংবাদটি শেয়ার করুন...

নিমন্ত্রণ

-মোঃতারিকুল ইসলাম আরিফ


মেঘলা আকাশ মেঘলা মন, বৃষ্টি হোক সারাক্ষণ।
ভিজবো মোরা কাশবন।
মিলেমিশে সেথা হয়ে যাবো এক মন।

তুমি আমি হারিয়ে যাবো, মেঘের রাজ্যে ভেসে বেড়াবো।
কাশ ফুল উড়ে উড়ে মাতাবে তোমার মন।
উষ্ণ ছোঁয়ায় ভড়িয়ে দিবো তোমার দুনয়ন।
শেষ বিকেলের মেয়ে হয়ে আসবে যখন ফিরে,
কাশফুলেদের ডালা দিয়ে সাজিয়ে দিবো গিয়ে।

তুমি নাহয় হাঁড়িয়ে যেও কাশফুলদের মাঝে,
কাশফুলেদের সাজে তোমায় ভীষণ আবেগি লাগে।
নরম তোমার ছুটে চলা উষ্ণ চারিধার,
কাশফুলেদের বাড়ি চলো আজ দূর করবো সব আঁধার!

লেখক: শিক্ষার্থী,
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।