স্বপ্ন
-চন্দন রায়
নিশীতে নিদ্রাকালে, কে তুমি দেখা দিলে
ওগো অপরূপা পরী, অপসরী মায়াবীনী,
বেনীতে গোলাপ জড়ানো, কপালে চন্দন ছড়ানো
হস্তেতে রাশি রাশি কাচের চুড়ি।
ওগো মোর অপরূপা পরী।
সুন্দরো ঐ তব রূপখানি,
আড়চোখে তাকানো ওষ্টের কোনেতে মায়া ভরা হাসি।
তুমি এলে মম নিদ্রাতে আলো জেলে গেলে।
নিকেতন মাঝারে তোমার পদস্পর্শে ফুটিলো ফুল।
তোমার নিত্যে নটবরের চিত্তে জাগিলো সাড়া।
অনায়াসে খুলে দিলো মুদিত আঁখি জোড়া
যে রূপ দেখিবার লাগি নটবর খুলিলো নিজ আঁখি
তবে আপনার চোখ জোড়া কি করে নিরবে রাখি,
ওগো অপরূপা নারী,
তুমি এলে মোর স্বপনো মাঝারে, নিরবে শিহরে বসিলে
ঘুমন্ত পাখির মতো নিরবে থাকিলে।
আপনার আঁখি বারে বারে দেখিলো তব রূপখানি
তখনো বুঝিনাই ঘুমের ভিতর এযে চেনা এক পরী।
নিদ্রাভঙ্গে দেখি শুয়ে আছি নির্জনে একাকি।
নিশ্বাস পড়ে বারে বারে বুক করে ধুক ধুক কাপুনি।
সামনেতে নেই কোনো অপরূপ সুন্দরী নারী।
তাহারেই হারানোর ভয়ে চোখ থেকে ঝরে যেন বারি।
ওগো কোথায় তুমি কোথায় গেলে অপরূপা নারী!
নিকেতন মাঝে দেখি ফোটে নাই কোনো ফুল
জলে নাই কোনো দীপ।
শুধু দেখি পূর্ব গগনে দিবাকর কিরন দিচ্ছে অধিক
ঘুমন্ত পাখিরাও জেগে গেছে তখনি।
শুধু আফসোস, সবি আছে নেই শুধু অপরূপ মায়াবীনী।
লেখক: চন্দন রায়
দর্শন বিভাগ(২০২০-২০২১),
বরিশাল বিশ্ববিদ্যালয় ।