“পরিচয়হীন আমি”
-বেলাল খান
কে জানে কোথায় আমার জন্ম?
কোন অট্টালিকায়?
নাকি অন্ধকার গলি,
এই সভ্য সমাজে
নাকি নিষিদ্ধ কোন পল্লি।
কে পিতা, মাতা,
কে ই বা আপন জন?
ভূবনে আমি একা নাকি আছে ভাই বোন?
এসব জানি না কোন কিছু,
কার এত অসীম অবদান
আমার বেচেঁ থাকার পিছু।
আদর,স্নেহ,মায়া,মমতাহীন এই ভাগ্য,
হয়তো এসবের নই আমি যোগ্য।
ময়লার স্তুপের পচাঁ, নোংরা খাবার
নিত্য করছি ভোগ,
তবুও বিশ্বপতির কাছে নেই কোন অভিযোগ।
নেই ইজ্জত ঢাকিবার কোন বস্ত্র
নেই থাকিবার ঘড়,
দুনিয়ার এই সংগ্রামে নেই মরিবার ডর।
মনে পড়লে আত্মপরিচয়ের গ্লানি
হৃদয় ভাঙ্গে বালুচরের মত।
বুক ফেটে চৌচির হয়
হাজার ও কষ্টের ক্ষত।
তখনি, মূখ থুবরে পরে থাকি
খোলা আকাশের তলে।
বুকের ভিতর বয় কালবৈশাখী
দুচোখ ভাসে জলে।
বুকের কবরে চাপা দিয়ে সব
কেটে যাচ্ছে জীবনের দিন,
তবুও জানি না আজ নিজের নামটাও
আমি পরিচয়হীন।