Home অন্যান্য সাহিত্য "শৃঙ্খল" - শাহিদ মোল্লা

“শৃঙ্খল” – শাহিদ মোল্লা

শৃঙ্খল

-শাহিদ মোল্লা


ছাড়িয়া দাও তাকে, শৃঙ্খলতা যে না চায়।
শতকোটি বাঁধোনেতে পরাজিত নিশ্চয়।
ঐ দ্যাখো হেতা কত নদ -নদী বয়ে যায়,
এমনও কি আছে কেউ?বেধে দিবে শ্রোতালয়!
ঐ দ্যাখো, ছুটে চলা সময়ের গতি,
সবই করে দাও স্থির,তবু রোধে কিংবা বেধে দিতে তাকে নাহি মোরা পারি।

ঐ দ্যাখো,প্রান্তরে দুরন্তপনা ছুটে চলা শিশু,

আলয়ে বন্দি করে তব মোরা রাখিবার তাকে,

এমনটা ও কি করিবার পারি?
দূর আকাশে তাকিয়ে দ্যাখো,মেঘমালার-হাহাকার,

বারিষিবে নিমিষেই যদি কোথাও বাধা পায়।
কাকলিত কলধ্বনি নিয়ে পাখি উড়ে যায়,
রোধে কিংবা বেধে তাকে পোষ্যি করা বৃথাই।

যদি কভু শৃঙ্খলে রাখা যেত কলি,
সুন্দর এই অনিন্দ্য তবে মুছে হতো বালি।
সবিশেষ কৃতকর্মে গাই মুক্তির জয়গান,
ফিরে যেতে দাও তাকে যেথায়,
শৃঙ্খলহীন আপন প্রান।

লেখক:

শিক্ষার্থী,বাংলা বিভাগ (২০২০-২০২১),

বরিশাল বিশ্ববিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তীব্র গরমেও ঘর ঠান্ডা রাখার সহজ উপায়ে

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হিট অ্যালার্ট জারি রয়েছে। এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। একটু শীতলতার খোঁজে মানুষ। যাদের ঘরে এসি...

দংশন করা সাপে ছবি তুলে রাখার পরামর্শ চিকিৎসকদের

দখিনের সময় ডেস্ক: চিকিৎসকরা মূলত রোগীকে হাসপাতালে ভর্তি করে তার বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে থাকেন। সাপে কামড়ানোর সময় সেটি কী প্রজাতির সাপ বা...

গরমের হাত থেকে বাঁচতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু

দখিনের সময় ডেস্ক: রাতে তীব্র গরমের হাত থেকে বাচতে ঘর থেকে বের হয়ে বাইরে বসেছিলেন ইমামুল ব্যাপারী (৩৪)। এ সময় তাকে বিষধর সাপে কামড় দেয়।...

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

Recent Comments