• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“শৃঙ্খল” – শাহিদ মোল্লা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২১, ২০২২, ০০:১১ পূর্বাহ্ণ
“শৃঙ্খল” – শাহিদ মোল্লা
সংবাদটি শেয়ার করুন...

শৃঙ্খল

-শাহিদ মোল্লা


ছাড়িয়া দাও তাকে, শৃঙ্খলতা যে না চায়।
শতকোটি বাঁধোনেতে পরাজিত নিশ্চয়।
ঐ দ্যাখো হেতা কত নদ -নদী বয়ে যায়,
এমনও কি আছে কেউ?বেধে দিবে শ্রোতালয়!
ঐ দ্যাখো, ছুটে চলা সময়ের গতি,
সবই করে দাও স্থির,তবু রোধে কিংবা বেধে দিতে তাকে নাহি মোরা পারি।

ঐ দ্যাখো,প্রান্তরে দুরন্তপনা ছুটে চলা শিশু,

আলয়ে বন্দি করে তব মোরা রাখিবার তাকে,

এমনটা ও কি করিবার পারি?
দূর আকাশে তাকিয়ে দ্যাখো,মেঘমালার-হাহাকার,

বারিষিবে নিমিষেই যদি কোথাও বাধা পায়।
কাকলিত কলধ্বনি নিয়ে পাখি উড়ে যায়,
রোধে কিংবা বেধে তাকে পোষ্যি করা বৃথাই।

যদি কভু শৃঙ্খলে রাখা যেত কলি,
সুন্দর এই অনিন্দ্য তবে মুছে হতো বালি।
সবিশেষ কৃতকর্মে গাই মুক্তির জয়গান,
ফিরে যেতে দাও তাকে যেথায়,
শৃঙ্খলহীন আপন প্রান।

লেখক:

শিক্ষার্থী,বাংলা বিভাগ (২০২০-২০২১),

বরিশাল বিশ্ববিদ্যালয়।