রক্তে আমার বাংলা
-ইব্রাহিম খান
রক্তে যায় কী মানুষ চেনা?
পার্থক্য হয় রূপে।
জল দেখে কি যায়রে বোঝা,
উৎস তার কোন কূপে।
রঙের বিভেদ রঙিন মানুষ,
দেশ ভেদে যার যার ।
মুখের বুলি পরিচয় করে ,
স্বাধীনতা বার বার।
বিশ্ব যখন আলিঙ্গনে ,
বিভেদ করবে কার ।
ভাষা দিয়ে ভাগ করা যায়,
সহজ উপায় তার ।
কারো মায়ের ভাষার মূল্য !
কিনতে চেয়ে দেখো।
নিশ্চিত তুমি যুদ্ধে জড়াবে ,
৫২ নিয়ে লেখো।
জন্মের পরে যেজন জানে ,
মাতৃ বুলির মায়া।
জীবন তাহার আগলে রাখে ,
বাঁচিবার মতো ছায়া।
জন্ম আমার ভাষার কোলে
আমি বাংলার লোক,
বাংলায় আমি বাঁচিবার চাই,
মরিবার আছে ঝোঁক।
বাংলার রূপ বাঙালির তরে
মায়ের মুখের ছাপ।
কারিয়া নিবে ,এত দুঃসাহস !!
মুছিয়া ফেলিবো পাপ।
রক্তে আমার বাংলা অক্ষরে
ভাষা শহীদের নাম।
স্বাধীনতা এনে , বিশ্ব বুঝেছে,
অমূল্য তার দাম।
আমি বাংলার পৃথিবী অবধি,
উঁচু বিশ্বে মাথা।
আমার ভাষা সবার উর্ধ্বে
বিশ্ব জানে সে কথা।
ভালোবাসি বাংলা তোমায় ,
মায়ের মতো করে।
মৃত্যু অবধি বাচিতে চাই
তোমায় আগলে ধরে।
লেখক:
শিক্ষার্থী, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।