প্রাপক
আব্দুল্লাহ আল নোমান
তোমার চিঠির প্রাপক হবো
ডাকপিয়নের পথ চেয়ে আর,
কী জানি এক শঙ্কা নিয়ে
চাঁদের সাথে সূর্য দেখবো।
একশ’ এক চিঠির মাঝে
হলুদ খামটা ঠিকই চিনবো,
শেষ বিকেলে খামখেয়ালে
আলতো করে ছুঁয়ে নেব।
তোমার চিঠির প্রাপক হবো
বুকপকেটে লুকোচুরি আর,
রাত-দুপুরে ঝিঁঝিঁর ডাকে
খুব ভীরু প্রেমিক হবো।
সলতে জ্বলা কাঁপা আলোয়
প্রিয় চিঠির খাম খুলবো,
কালি জড়ানো ভালোবাসা
শ্বাসের ছন্দে দুলতে দিবো।
প্রিয়তমাসু, তোমার চিঠির প্রাপক হবো…
লেখক: শিক্ষার্থী,
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
Post Views:
৩৯০