• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটের কথা শুনলেই প্রতিক্রিয়া কেন, তথ্য উপদেষ্টাকে রিজভীর প্রশ্ন

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ২০:১৩ অপরাহ্ণ
ভোটের কথা শুনলেই প্রতিক্রিয়া কেন, তথ্য উপদেষ্টাকে রিজভীর প্রশ্ন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনের কথা শুনলেই প্রতিক্রিয়া কেন? নির্বাচন বিষয়ে বারবার অবহেলা করা হচ্ছে কেন? নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার ধাপ। বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভীর মতে, দ্বিধান্বিত মন্তব্য করলে জাতীয় ঐক্যে ফাটল ধরবে। রাজনৈতিক দল নিয়ে সর্তকতার সাথে মন্তব্য করা উচিত। রাজনৈতিক দলের সমালোচনা সরকারকে ভালো কাজে উৎসাহিত করবে। বাংলাদেশ চূড়ান্ত গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকারের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, দ্রুত সংস্কারের কাজ শেষ করে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিন।