• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শফিকুর রহমানের বক্তৃতায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ
শফিকুর রহমানের বক্তৃতায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “এ দেশ কারও একার নয়, দেশ সবার। দেশের মানুষের ১৫ বছরের জুলুম–নির্যাতনের ইতিহাস তুলে ধরে তিনি জাতির ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।” সোমবার (২ ডিসেম্বর) ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় আয়োজিত এক সমাবেশে শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “যতই ষড়যন্ত্র হোক, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। ছাত্র-জনতা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়েছিল। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজেদের দেশের জন্য কাজ করতে হবে।”
শফিকুর রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “দেশে বহু নিরপরাধ মানুষ খুন হয়েছে, বহু মায়ের বুক খালি হয়েছে। যারা অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদের প্রতি আল্লাহর রহমত কামনা করছি।”