দখিনের সময় ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল এবং মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তিনি রবিবার (১ ডিসেম্বর) বরিশালে মহানগর জামায়াতের আয়োজনে এক পথসভায় এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান দাবি করেন, ২০০৬ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বহু মানুষ গুম এবং খুন হয়েছেন, শুধু সত্যের পক্ষে থাকার কারণে। তিনি আরও বলেন, প্রবীণ আলেমদেরও বিনা কারণে জেলে পাঠানো হয়েছে এবং তাদের অত্যাচার করা হয়েছে।
ডা. শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং বলেন, আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চেষ্টা করছে, যেন তারা দেশের একমাত্র মালিক। তবে জামায়াত নেতা দাবি করেন, তারা একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ চান, যেখানে গুম-খুন ও অন্যায় কার্যকলাপ থাকবে না। তিনি বলেন, যুব সমাজের মাঝে মাদক মুক্ত, একটি সুশৃঙ্খল সমাজ গড়ার পক্ষে জামায়াত।
এছাড়া, তিনি সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, “দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।” নতুন বাংলাদেশে দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি। পথসভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।