জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আকাশে কালো শকুন ও কালো মেঘ ঘোরাফেরা করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বরিশালের গৌরনদীতে এক পথসভায় তিনি বলেন, একদল মানুষ দেশের সম্পদ লুটপাট, মানুষ হত্যা ও গুমের মতো কাজ করছে। তিনি জাতির তরুণ প্রজন্মের হাতে দেশের ভবিষ্যৎ তুলে দিতে চান এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, এ দেশের জমি ও মানুষকে ভালোবেসে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে। পথসভায় তিনি আরো জানান, শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
পথসভায় বরিশাল জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জন্য জীবন দিতে হলেও ১ ইঞ্চি মাটি ছাড়বেন না। দেশ গঠনে জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনের প্রয়োজন উল্লেখ করে তিনি জনগণকে পাশে থাকার আহ্বান জানান।