• ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের গ্রুপের সংঘর্ষ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ০০:১৪ পূর্বাহ্ণ
বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের গ্রুপের সংঘর্ষ

ছবি : ভিডিও থেকে

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে মহানগর ছাত্রদলের সমাবেশে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনার জেরে ছাত্রদলের দুই গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে।
মহানগর ছাত্রদলের সমাবেশে উপস্থিত ছিলেন, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। অপরদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে পৃথক র‌্যালি বের করা হয়। র‌্যালি চলাকালীন ব্যানারের সামনে আসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন গুরুত্বর আহত হয়েছে।
পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে মারামারি থেমে যায়। এর আগে একই স্থানে সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে জেলা ও মহানগর ছাত্রদল নগরীতে পৃথক র‌্যালি বের করে। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। সমাবেশস্থলের বাইরে একটি তুচ্ছ ঘটনার জেরে কিছু লোকজন এই ঘটনা ঘটিয়েছে।