• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিন  – রাজিব আহসান

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ১৩:৪২ অপরাহ্ণ
নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিন  – রাজিব আহসান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, গত ১৭ বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির বহু নেতাকর্মী খুন-গুম হয়েছেন। সেই আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারের আবির্ভাব। তাই বর্তমান সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা মাঠে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজিব আহসান আরও বলেন, একটি চক্র আছে একটি গোষ্ঠী আছে যাদের উদ্দেশ্যই হলো শুধু বিএনপির ঘাড়ে বদনাম, দোষ চাপিয়ে দেওয়া। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কারণ যারা এগুলো করছে তারা কিন্তু কিছুই করে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরেও কোনো থানা খালি হয়নি, ৫ আগস্টের পরে কিন্তু বাংলাদেশের সব থানা খালি হয় গিয়েছিল। তখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সমর্থকরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিভিন্ন অফিস থেকে শুরু করে মানুষের বাড়ি বাড়িও দিন রাত ২৪ ঘণ্টা সপ্তাহ পার করে মাসব্যাপী পাহারা দিয়েছি। আওয়ামী লীগ বলেছিল সরকারের পতন হলে ওদের ৫ লাখ লোক মারা যাবে কিন্তু সরকার পতনের পর বাংলাদেশে একজন লোকও মারা যায়নি বিএনপির কারও হামলায়।
রাজিব আহসান আরও বলেন, দ্রুত সুষ্ঠু নির্বাচন না দিলে বর্তমান সরকার জনগণের আস্থার জায়গায় কুঠারাঘাত করবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে জনসাধারণের ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশের স্বার্থে যেকোনো কঠিন সিদ্ধান্ত নিলেও দলের নেতাকর্মীরা তা বাস্তবায়নে কার্পণ্য করবে না বলে জানান তিনি।
তিনি বলেন, কোনো সময়ে কোনো মানসিক হীনমন্যতায় ভোগার কারও কোনো কারণ নেই। আমার জন্মের পর থেকে এখানে হিন্দু এবং মুসলমান সম্প্রীতির বসবাস আমরা দেখেছি। আর সংখ্যালঘু বিষয়টিই আলোচনায় আসে শুধু রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য। আমরা তাদের সঙ্গে আছি এবং থাকবো।
আগামী নির্বাচনে যদি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার কিছু চাওয়ার থাকে তাহলে আমরা জন্মস্থান এখানেই (মেহেন্দিগঞ্জে) চাইবো। কারণ আমার জন্মস্থান এখানে, সুতরাং আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে, কিছু করার থাকলেও আছে। দেশব্যাপী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে এই জনসমাবেশ হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে বক্তব্য দেন, বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর শাখা বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব মাজারুল ইসলাম পারভেজ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন মেহেন্দিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আহমেদ সেলিম এবং পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন।