• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ন্যায়বিচার নিশ্চিতেই সরকারের অঙ্গীকার: আইন উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ১৫:০১ অপরাহ্ণ
ন্যায়বিচার নিশ্চিতেই সরকারের অঙ্গীকার: আইন উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ন্যায়বিচার নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য এবং তা শেখ হাসিনার শাসন থেকে ভিন্নভাবে করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। বুধবার (১৫ জানুয়ারি) বাংলা একাডেমিতে “দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি” শীর্ষক আলোচনা সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচারে সময় লাগলেও সুবিচার প্রতিষ্ঠাই অগ্রাধিকার। তিনি আরও বলেন, বিচারকাজ সম্পন্ন না করতে পারলে সরকারের অস্তিত্বের ন্যায্যতা থাকে না।
সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অতীতে ট্রাইব্যুনাল কলঙ্কিত হলেও এবার তা এড়ানোর জন্য কঠোরভাবে কাজ করা হচ্ছে। জুলাই-আগস্ট আন্দোলনের পেছনে কারা নেতৃত্ব দিয়েছে, তা বের করতে গভীর অনুসন্ধান চলছে। তিনি শহীদ পরিবারের প্রতি ন্যায়বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং তাদের ধৈর্য ধরার অনুরোধ জানান।
রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ভবিষ্যতে কোনও শাসক যেন নির্মম অত্যাচার চালানোর সুযোগ না পায়, সে লক্ষ্যে কাজ চলছে। তিনি শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে যুক্তিসঙ্গত সময় চেয়েছেন এবং বিচার দ্রুত এগিয়ে নিতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।