ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে নতুন পরীক্ষার বাধ্যবাধকতা
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ১৭:২৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ব্যাংক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নত করতে কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে। পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্দেশনায় জানানো হয়, সিনিয়র অফিসার বা সমমানের পদ থেকে পদোন্নতির ক্ষেত্রে জেএআইবিবি এবং এআইবিবি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ১০ শতাংশ নম্বর সংরক্ষিত থাকবে।
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পদোন্নতির শর্ত হিসেবে গণ্য হবে। তবে যেসব কর্মকর্তা ১৫ বছরের বেশি সময় ধরে সিনিয়র অফিসার পদে আছেন, তাদের ক্ষেত্রে ব্যাংকিং অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে, পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ন্যূনতম ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
মূল ব্যাংকিং কার্যক্রমে নিয়োজিত নয় এমন বিভাগের কর্মকর্তারা এ বাধ্যবাধকতার আওতায় পড়বেন না। তবে পরবর্তীতে যদি তারা মূল ব্যাংকিং কার্যক্রমে স্থায়ীভাবে নিয়োজিত হন, তাহলে পরীক্ষা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং এর আগের সব নির্দেশনা রহিত বলে গণ্য হবে।