অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঘোষণাপত্র যদি ঐক্যবদ্ধভাবে দিতে না পারি, তবে তা অর্থহীন। দেশের সাহস ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে এটি সবার অংশগ্রহণে হতে হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “একাকিত্ব আমাদের দুর্বল করে। কিন্তু একতা আমাদের শক্তি জোগায়। আমি চাই, ঘোষণাপত্র এমনভাবে দেওয়া হোক, যা সবাইকে উদ্বুদ্ধ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও দেশটির ঐক্যের বার্তা পৌঁছে দেবে। তবে যদি একতা না থাকে, এ উদ্যোগের সার্থকতা থাকবে না।” তিনি জানান, ৫ আগস্টের চেতনার পুনর্জাগরণই এ ঘোষণাপত্রের মূল লক্ষ্য।
ছাত্রদের অনুরোধে ঘোষণাপত্র দেওয়ার প্রস্তাব সামনে আসে উল্লেখ করে তিনি আরও বলেন, “তাদের অনুরোধে আমি সবার সঙ্গে একত্রে এটি দেওয়ার পরিকল্পনা করি। যদিও শুরুতে তারা আমার কথায় খুশি হয়নি, পরে তারা বোঝে, এককভাবে এ উদ্যোগ অর্থহীন হবে।” ইউনূস আশাবাদী, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ দিকনির্ধারণে একটি শক্তিশালী বার্তা দেবে।