• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপা না জিতলেও মেসির মুকুটে নতুন পালক, বলের যোগানেও সবার ওপরে

দখিনের সময়
প্রকাশিত মে ২৪, ২০২১, ০৮:৩২ পূর্বাহ্ণ
শিরোপা না জিতলেও মেসির মুকুটে নতুন পালক, বলের যোগানেও সবার ওপরে
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা শিরোপা না জিতলেও লিওনেল মেসির মুকুটে যোগ হয়েছে নতুন পালক। টানা পঞ্চমবার লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি উঠতে যাচ্ছে বার্সা অধিনায়কের হাতে। লিগে বার্সা এবার তৃতীয় হলেও সর্বোচ্চ ৩০ গোল করেছেন মেসি। শুধু গোল করা নয়। বলের যোগানেও এ মৌসুমে সবার ওপরে মেসি।

সব মিলিয়ে রেকর্ড অষ্টমবার পিচিচি ট্রফি জিতলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা জয়ের রেকর্ডে মেসি পেছনে ফেলেছেন দুই কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো ও হুগো সানচেজের রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কেউ এতবার সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। জার্মানির বুন্দেসলিগায় সাতবার টপ স্কোরার হয়েছেন বার্য়ান কিংবদন্তি জার্ড মুলার।

লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার পিচিচি ট্রফি জিতেছেন বিলবাওয়ের তেলমোজারা। দলীয় সাফল্য বলতে মেসির বার্সা এবার শুধু কোপা দেল রে জিতেছে। লা লিগায় এবার মেসির পরেই ২৩টি করে গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও সেভিয়ার জেরোর্ডো মোরনো।