• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ালটনে চাকরি: সুযোগ আর সুবিধার ছড়াছড়ি!

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৬:৪৯ অপরাহ্ণ
ওয়ালটনে চাকরি: সুযোগ আর সুবিধার ছড়াছড়ি!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ‘কমার্শিয়াল এয়ার কন্ডিশন-এইচভিএসি সিস্টেমস’ বিভাগে জনবল নিয়োগ দেবে। করপোরেট সেলস এক্সিকিউটিভ পদে তিনজনকে নিয়োগ দেয়া হবে। যোগ্য প্রার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা। প্রার্থীদের ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং বা বিবিএ (মার্কেটিং) ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা ২৪ থেকে ৩৮ বছর এবং কর্মস্থল হবে ঢাকা।
এই পদে মাসিক বেতন ধরা হয়েছে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা। এর সঙ্গে থাকছে টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্রাচুইটি, আংশিক ভর্তুকি দিয়ে দুপুরের খাবার, বছরে বেতন পর্যালোচনা এবং দুটি উৎসব বোনাসের মতো সুবিধা। এসব সুবিধা কর্মজীবনে শুধু স্বস্তি নয়, ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তাও দেবে।আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন। যোগ্যতা পূরণ হলে এই সুযোগ হাতছাড়া করবেন না। ওয়ালটনের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।