• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্যাক এনজিওতে জনবল নিয়োগঃ চমৎকার সুযোগ!

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১৭:০১ অপরাহ্ণ
ব্র্যাক এনজিওতে জনবল নিয়োগঃ চমৎকার সুযোগ!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ব্র্যাক এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এসইএলপি বিভাগের জন্য ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন অনলাইনে। পদের সংখ্যা নির্ধারিত না থাকলেও, যে কোনো যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন । আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক (বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে তিন বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবেন এবং বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল হবে ঢাকায়, যেখানে কাজের পরিবেশ হবে অত্যন্ত সহায়ক।
ব্র্যাক তাদের কর্মীদের জন্য অনেক ধরনের সুবিধা প্রদান করে থাকে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং এ ছাড়া উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধাসহ আরও বিভিন্ন সুবিধা প্রদান করবে সংস্থা। আগ্রহীরা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।