• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরির সুযোগ অ্যাকশনএইডে: অভিজ্ঞদের জন্য বিশেষ সুযোগ!

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৬:৫০ অপরাহ্ণ
চাকরির সুযোগ অ্যাকশনএইডে: অভিজ্ঞদের জন্য বিশেষ সুযোগ!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। প্রার্থীর স্নাতক ডিগ্রি (বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সমমান) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরির অবস্থান হবে কক্সবাজারে।
এই পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এ চাকরি কেবল অর্থনৈতিক নিরাপত্তা নয়, উন্নয়ন খাতে একটি সম্মানজনক কাজের অভিজ্ঞতাও প্রদান করবে। অ্যাকশনএইডে কাজের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন খাত সম্পর্কে ভালো ধারণা অর্জন করার সুযোগ পাবেন।আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। যাদের যোগ্যতা রয়েছে, তারা সময় নষ্ট না করে দ্রুত আবেদন করুন এবং ক্যারিয়ারে নতুন একটি অধ্যায়ের সূচনা করুন।