• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশের কেজি এখন মাত্র ৬০০ টাকা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৯:৩২ অপরাহ্ণ
ইলিশের কেজি এখন মাত্র ৬০০ টাকা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সাধারণ মানুষের জন্য ৬০০ টাকা কেজি দামে ইলিশ মাছ বিক্রি শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ইলিশের চড়া বাজার দামের কারণে অনেকের নাগালের বাইরে চলে গেছে। তাই মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি ইলিশ সরবরাহের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে সাড়ে চারশ থেকে সাড়ে আটশ গ্রাম ওজনের ইলিশ মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রচলিত বাজারে ইলিশের দাম কমানো কঠিন, কারণ সেখানে বিভিন্ন স্তরে খরচ বাড়ে। তাই সরকারের এই উদ্যোগ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য একটি আশার আলো।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই কারওয়ান বাজারে ইলিশ কিনতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। ফরিদা আখতার আরও জানান, ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষ কম দামে ইলিশের স্বাদ উপভোগ করতে পারেন।