• ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হট ডগ নিষিদ্ধ করলেন কিম

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১৬:১৪ অপরাহ্ণ
হট ডগ নিষিদ্ধ করলেন কিম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন পশ্চিমা সংস্কৃতির প্রভাব ঠেকাতে জনপ্রিয় খাবার ‘হট ডগ’ নিষিদ্ধ করেছেন। তার মতে, এ খাবার পুঁজিবাদের প্রতীক এবং উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য তা অগ্রহণযোগ্য। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার মাধ্যমে হট ডগ দেশটিতে প্রবেশ করেছে, যা কিম বিশ্বাসঘাতকতার শামিল বলে মনে করেন।
কিমের আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, হট ডগ খাওয়া কিংবা বিক্রির সঙ্গে যুক্ত যে কেউ কুখ্যাত শ্রম শিবিরে শাস্তি ভোগ করবেন। তার মতে, হট ডগের মতো খাবার পুঁজিবাদী সংস্কৃতি প্রচার করে এবং এ ধরনের খাবার নিষিদ্ধ করা রাষ্ট্রের সংস্কৃতি রক্ষার জন্য জরুরি।
‘বুদা জিগাই’ নামে পরিচিত এই খাবার উত্তর কোরিয়ায় ২০১৭ সাল থেকে জনপ্রিয় হতে শুরু করে। এটি মূলত মার্কিন সেনাদের তৈরি ‘আর্মি বেস স্টু’-এর একটি ভিন্ন সংস্করণ। কিন্তু কিমের সাম্প্রতিক পদক্ষেপে ফুটপাতে বিক্রি হওয়া এ খাবারটি ইতিহাসের পাতায় যুক্ত হলো নিষিদ্ধ খাবার হিসেবে।