দখিনের সময় রিপোর্ট:
প্রেমিকা বৃষ্টি ভেগেছে প্রেমিকের সঙ্গে। এদিকে অপহরণের মামলায় প্রেমিক যুবক সৈয়দ আজিজুর হক কলেজের ছাত্র নূরুল হুদা মল্লিক আছেন কারাগারে। যদিও কয়েকদিন আগে উজিরপুর থানা পুলিশ প্রেমিকা বৃষ্টিকে উদ্ধারকরে বানড়িপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আর বানড়িপাড়া থানা পুলিশ বৃষ্টিকে হস্তান্তর করেছে আভিভবকের কাছে। কিন্তু এরপরও বিএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ আছে প্রেসানির মধ্যে। নিস্তার নেই ক্যান্সার আক্রান্ত বাবারও।
মেয়ের অভিভাবকের অভিযোগ, বরিশাল নগরীর নতুল্লাহবাদ এলাকা সংলগ্ন লুৎফর রহমান সড়কের তালুকদার ভিলার ফ্লাটে অপহৃত বৃষ্টিকে আটকে রাখা হয়েছে। সুত্র মতে এই অভিযোগ মিথ্যা জেনেও আজ বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) দুপুরে এয়ারপোর্ট থানা পুলিশ উল্লেখিত ঠিকানায় অভিযান চালিয়েছে। কিন্তু কিছুই পাওয়া যায়নি। এ ব্যাপারে এক পুলিশ কর্মকর্তা বলেন, বৃষ্টি নামের মেয়েটি হিন্দু সম্প্রদায়ের। আর তার প্রেমিক হচ্ছে মুসলমান। মেয়ে লুকিয়ে রাখার অভিযোগ মিথ্যা জেনেও পুলিশকে ছুটে যেতে হয়েছে। কারণ তা না হলেই সংখ্যা লঘু নির্যাতন প্রতিরোধে পুলিশের অসহযোগিতার অভিযোগ উঠবে। এমনকি হিন্দু কিশোরী অপহরণে সহযোগিতার অভিযোগও উঠতে পারে পুলিশের বিরুদ্ধে।