রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন আটক
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মেহের আফরোজ শাওন একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মাদ আলী ও মা তহুরা আলী। তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে আগুন দেয় ছাত্র-জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও ফেসবুকে বিভিন্ন পোস্ট করতেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং অন্তর্র্বতীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি নিয়মিত পোস্ট দিয়ে আসছিলেন।