নির্বাচনী সহায়তায় আগ্রহী ইইউ, এজেন্টদের প্রশিক্ষণের প্রস্তাব
দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১৫:১৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্ট ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণসহ আর্থিক সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১৬ মার্চ) ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ বিষয়ে আলোচনা করেন। পরে সিইসি জানান, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের নির্বাচনে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ দীর্ঘদিনের। যদিও আগের কমিশনগুলো তাদের উপস্থিতি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার প্রতিফলন তেমন দেখা যায়নি। এজেন্টদের নিজ দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণাও অনেক সময় থাকে না। বৈঠকে এজেন্টদের কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ইইউ রাষ্ট্রদূত জানান, এটি নির্বাচন কমিশনের সঙ্গে তার দ্বিতীয় আলোচনা। আলোচনায় মূলত কমিশনের প্রস্তুতি ও সহায়তা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। এদিকে, সিইসি অতীতের তুলনা না করে বর্তমান কমিশনের পদক্ষেপকে আলাদাভাবে দেখার পরামর্শ দেন।