• ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার পুলিশের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১৬:৫৫ অপরাহ্ণ
সোমবার পুলিশের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার (১৭ মার্চ) পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, যেখানে মাঠপর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
রোববার (১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মোট ১২৮ জন পুলিশ কর্মকর্তা বৈঠকে অংশ নেবেন, যাদের মধ্যে পুলিশ সুপার (এসপি) এবং বিভাগীয় পুলিশ কর্মকর্তারাও থাকবেন।
সভাটি শুরু হবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সূচনা বক্তব্যের মাধ্যমে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।