• ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

২৮ মার্চ, শি-ইউনূস বৈঠক

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১৫:৪৬ অপরাহ্ণ
২৮ মার্চ, শি-ইউনূস বৈঠক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের বিনিয়োগ বাড়ানো এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়টি এই বৈঠকের প্রধান আলোচ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
প্রেস সচিব জানান, চীন সফরের সময় ইউনূস দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। সফরের আগে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে জাতিসংঘের মহাসচিব আশ্বাস দিলেও সংস্কারের পুরো বিষয়টি বাংলাদেশের নিজস্ব উদ্যোগে সম্পন্ন হবে।
এদিকে, এলডিসি থেকে উত্তরণ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতির পূর্বাভাস দিয়েছে, সেটির সঙ্গে একমত নয় অন্তর্বর্তী সরকার। বরং সরকার মনে করে, উত্তরণের ফলে দেশের অর্থনৈতিক সম্ভাবনা আরও বিস্তৃত হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাজি ও কর কমানোর মতো বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম।