• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দাম

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫, ১৬:২০ অপরাহ্ণ
বিশ্ববাজারে তেলের দাম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিশ্ববাজারে সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম কমতে শুরু করেছে, তবে পাম ও সানফ্লাওয়ার তেলের দাম বাড়ছে। সয়াবিন বীজের দাম মঙ্গলবার (১৮ মার্চ) সকালে শূন্য দশমিক ৭০ ডলারে বিক্রি হয়েছে এবং পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী কিছু সময়ের মধ্যে এটি আরও কমে শূন্য দশমিক ৬০ ডলারে নেমে আসতে পারে। এর ফলে সয়াবিন তেলের দাম কমানোর সম্ভাবনা তৈরি হচ্ছে।
অপরদিকে, পাম তেলের দাম উঠছে। বর্তমানে প্রতি টন পাম তেল বিক্রি হচ্ছে ১ হাজার ১১ ডলারে, যা গত সপ্তাহে শূন্য দশমিক ২২ শতাংশ বেড়েছে। মার্কিন গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিকস জানিয়েছে, চলতি প্রান্তিকে পাম তেলের দাম এক হাজার ৩০ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর সাথে সাথে, সানফ্লাওয়ার তেলের দামও বাড়ছে, তবে সামান্য হ্রাসের পরে এক ডলার ৩০ সেন্ট বেড়ে প্রতি টন বিক্রি হচ্ছে এক হাজার ৩শ ৪৭ ডলারে।
ক্যানোলা তেল কিছুটা কমছে, বর্তমানে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে ৩৯৭ ডলারে। বিশ্বব্যাপী এসব তেলের দাম কীভাবে ওঠানামা করবে তা নিয়ে আশঙ্কা থাকলেও, সানফ্লাওয়ার ও পাম তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে পুরো বছরজুড়ে।