• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় গোপন রাখার নির্দেশ

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫, ১৫:৪২ অপরাহ্ণ
ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় গোপন রাখার নির্দেশ

ছবি: সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ধর্ষণের শিকার কোনো ভুক্তভোগীর নাম, ছবি বা পরিচয় যেন গণমাধ্যমে প্রকাশ না হয়—এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়কে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ৪ মার্চ বরগুনায় ধর্ষণের শিকার এক কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে বলে হাইকোর্ট। পাশাপাশি ভুক্তভোগীর দেখভালের জন্য সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছে, ধর্ষণের শিকার কারও পরিচয় প্রকাশ করা আইনগতভাবেই নিষিদ্ধ এবং এটি ভুক্তভোগীর জন্য মানসিকভাবে ভয়ানক প্রভাব ফেলতে পারে।
প্রসঙ্গত, ৪ মার্চ বরগুনায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। তার বাবা রাতেই থানায় মামলা করেন, যেখানে সিজিত রায়সহ দুজনকে অভিযুক্ত করা হয়। কিন্তু এর কয়েকদিন পর, ১১ মার্চ, কিশোরীর বাবা নিখোঁজ হন। পরদিন রাতের দিকে তার মরদেহ পাওয়া যায় বাড়ির পাশের ঝোপে। এই ঘটনার পর ধর্ষণের শিকারদের পরিচয় গোপন রাখার বিষয়টি আরও জোরালোভাবে আলোচনায় আসে।