নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গণবিজ্ঞপ্তি কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
রিটকারী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, “ইসির নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে ২২ জেলা ও ১০০ উপজেলায় কমিটি থাকতে হবে। এই কঠোর শর্তের ফলে আদিবাসী জনগোষ্ঠী ও পাহাড়ি অঞ্চলভিত্তিক দলগুলো রাজনৈতিক স্বীকৃতি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ নির্বাচন সংস্কার কমিশন ইতোমধ্যে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার সুপারিশ করেছে, যা উপেক্ষা করেই ইসি গণবিজ্ঞপ্তি জারি করেছে।”
এর আগে, ১০ মার্চ নির্বাচন কমিশন নতুন দলগুলোর জন্য নিবন্ধন বিজ্ঞপ্তি জারি করে, যেখানে ২০ এপ্রিলের মধ্যে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এই কঠোর শর্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে, ইসির বিজ্ঞপ্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে আদালত। রিটে প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়।