• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খালি পেটে ডাবের পানি

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫, ১৫:৩০ অপরাহ্ণ
খালি পেটে ডাবের পানি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সারাদিন রোজা রাখার পর ইফতারে খালি পেটে ডাবের পানি পান করা বেশ উপকারী হতে পারে। এটি শরীরের পানিশূন্যতা পূরণ করে এবং তাৎক্ষণিক শক্তি জোগায়। ডাবের পানিতে থাকা প্রাকৃতিক ইলেকট্রোলাইট শরীরকে দ্রুত সতেজ করে তোলে, পাশাপাশি এটি সহজেই হজমযোগ্য হওয়ায় পরিপাকতন্ত্রের জন্যও ভালো।
তবে খালি পেটে ডাবের পানি সবার জন্য উপকারী নাও হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এটি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষত, যারা আগে থেকেই হজমজনিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি সমস্যা তৈরি করতে পারে। এছাড়া, ডায়াবেটিস রোগীদের জন্য ডাবের প্রাকৃতিক চিনি রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে, তাই পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। অতিরিক্ত ডাবের পানি খেলে হালকা পেট ফাঁপা বা ডায়রিয়াও হতে পারে।
সব মিলিয়ে, ইফতারে ডাবের পানি পান করা ভালো, তবে সতর্ক থাকতে হবে। যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তবে খালি পেটে এটি না খেয়ে আগে খেজুর বা হালকা কিছু খাওয়া ভালো। পরিমিত পরিমাণে পান করলে এটি ইফতারের জন্য দারুণ স্বাস্থ্যকর একটি উপাদান।