• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হজ যাত্রায় বাংলাদেশ, ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন প্রায় ৪৯ হাজার

দখিনের সময়
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৭:৫০ অপরাহ্ণ
হজ যাত্রায় বাংলাদেশ, ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন প্রায় ৪৯ হাজার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চলতি বছরের হজ পালনে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ৬৬১ জন বাংলাদেশি হজযাত্রী। ২০২৫ সালের (১৪৪৬ হিজরি) হজ উপলক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১২৩টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি পৌঁছেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ সংখ্যা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৭৮ জন রয়েছেন। হজ ভিসা ইস্যু হয়েছে মোট ৮৬ হাজার ৪৪৭টি।
হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছিল সবচেয়ে সক্রিয়—এ পর্যন্ত ৬২টি ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রীয় এ সংস্থাটি। সৌদি এয়ারলাইন্স ৪১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। তবে হজ যাত্রায় ইতোমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে—তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন জামালপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঢাকা ও নীলফামারির বাসিন্দারা।
হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে। ওইদিন ৩৯৮ জন হজযাত্রী সৌদির উদ্দেশে রওনা হন। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত, আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন।