ঈদুল আজহার তারিখ নির্ধারণে বুধবার চাঁদ দেখা কমিটির সভা
দখিনের সময়
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১৮:০২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পবিত্র ঈদুল আজহার নির্দিষ্ট দিন ঘোষণা করতে বুধবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে। সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তার পরিপ্রেক্ষিতেই ঈদের তারিখ নির্ধারিত হবে।
এদিকে ঈদুল আজহা সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে ঈদের ‘বোনাস’—টানা ১০ দিনের ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী ৫ জুন থেকে শুরু হয়ে ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত। এর মধ্যে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, যা ঈদের সম্ভাব্য দিন। এ ছুটির সঙ্গে রয়েছে সাপ্তাহিক ছুটি, ফলে ঈদ আনন্দ এবার দ্বিগুণ!
এর আগেও চলতি বছর সরকারি চাকরিজীবীরা বেশ কিছু ‘ছুটির জ্যাকপট’ পেয়েছেন। যেমন ঈদুল ফিতরে ছিল টানা ৯ দিনের ছুটি। মে মাসেও মে দিবসসহ একাধিক সাপ্তাহিক ছুটির সুবাদে তারা এক মাসে দুই দফায় তিন দিনের করে ছুটি উপভোগ করেছেন। ঈদুল আজহাও ছুটি এনে দিচ্ছে পরিবার-পরিজন আর গ্রামবাংলার সঙ্গে দীর্ঘ সময় কাটানোর বিরল সুযোগ।