পবিত্র হজ উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসল্লি এখন জমায়েত হচ্ছেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় প্রায় দুই লাখ মুসল্লিও। এবারের হজ ব্যবস্থাপনাকে ‘ইতিহাসের সেরা’ করার ঘোষণা দিয়েছে সৌদি প্রশাসন। সেই লক্ষ্যে নিরাপত্তা, সেবা ও স্বাস্থ্যব্যবস্থায় নেওয়া হয়েছে নানা নজিরবিহীন পদক্ষেপ। বিশেষ করে মিনা, মুজদালিফা, আরাফাত ও মক্কার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ও মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর হজে দায়িত্ব পালন করছেন ২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক। হজযাত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু, বিশ্রামকেন্দ্র এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ প্রযুক্তি। একযোগে এসব ব্যবস্থাপনার মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ এ বছরের হজ ব্যবস্থাপনাকে সফলতার নতুন এক মানদণ্ডে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়—এটি মুসলমানদের আত্মশুদ্ধি, সংহতি ও শান্তির এক মহামিলন। এই মহাসমাবেশ যাতে নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সেজন্য দিনরাত কাজ করছে সৌদি প্রশাসন। কাবার দিকে ছুটে আসা প্রতিটি মানুষের মুখে এখন একটাই প্রত্যাশা—এই হজ হোক শান্তিপূর্ণ, নিরাপদ ও আত্মিক প্রশান্তিতে ভরা। বিশ্ব মুসলিমের এই মিলনমেলায় সৌদি আরব যেন ঐতিহাসিক আয়োজনের নতুন এক মাইলফলক গড়তে চায়।