সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকার অন্তত ৩৮টি এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৬ জুন) সকাল থেকেই কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় নারী-পুরুষসহ সব বয়সী মানুষ জড়ো হতে থাকেন ঈদগাহ ও কনভেনশন সেন্টারগুলোতে। কলাবাগানের পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে সকাল ৭টা ১৫ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন অনেক এলাকায় একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়। খুতবায় ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন। আগাম ঈদ পালনের অংশ হিসেবে এসব এলাকায় পশু কোরবানির প্রস্তুতিও চলেছে সকাল থেকেই। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর, যেন ঈদের নামাজ নির্বিঘ্নে আদায় করা যায়। ঈদের এই আগাম উদযাপনকে ঘিরে এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।