দেশে সারের কোনো সংকট নেই—তাই দাম বৃদ্ধির প্রশ্নই আসে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।
তিনি বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার মজুদ আছে, আর ভবিষ্যতে ঘাটতি এড়াতে আমদানির প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। আগে যেসব সিন্ডিকেট সার সরবরাহ ব্যবস্থায় অনিয়ম করত, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। জ্বালানির দাম বাড়লেও সার উৎপাদন খরচ কৃষকের ঘাড়ে চাপানো হবে না। পাশাপাশি পাচার রোধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, রাজনৈতিক প্রভাবের বদলে নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগ করা হবে। গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ মেট্রিক টন বেশি ধান উৎপাদন দেশের কৃষি খাতের সাফল্যের প্রমাণ। এ ছাড়া আলুর উৎপাদন বেড়ে যাওয়ায় দাম নিয়ন্ত্রণে সরকার হিমাগারের গেটে ন্যূনতম ২২ টাকা মূল্য নির্ধারণ করেছে এবং কৃষকের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং বাজারও স্থিতিশীল থাকবে।