গত তিন দিনের ব্যবধানে চট্টগ্রামের চাক্তাই ও খাতুনগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকার ওপরে উঠে গেছে। কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ২০–২৫ টাকা। সোমবার (৩ নভেম্বর) বাজারে দেখা গেছে, মানভেদে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৯০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে গত বৃহস্পতিবার ও শুক্রবার পাইকারি বাজারে বিক্রি হয়েছিল ৭২ থেকে ৮৫ টাকায়।
বাজারে সরবরাহের অভাবকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন আড়তদাররা। খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, “ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া পেঁয়াজের মৌসুম শেষ হওয়ার কারণে মজুদও কম।”
বিশেষজ্ঞরা মনে করছেন, রবি মৌসুমের জন্য পেঁয়াজ রোপণ অনেক জেলায় দেরিতে শুরু হওয়ায় নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে। পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলা এই দেরি অনুভব করছে। এ পরিস্থিতিতে সময়মতো আমদানি না হলে বাজারের অস্থিরতা আরও বাড়তে পারে এবং দাম আরও উঠতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করছেন।