• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টিসিবির তালিকায় যোগ হচ্ছে নতুন ৫ পণ্য

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২১:৩৫ অপরাহ্ণ
টিসিবির তালিকায় যোগ হচ্ছে নতুন ৫ পণ্য
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী নভেম্বর থেকে আরও পাঁচটি নতুন পণ্য বিক্রির তালিকায় যুক্ত করতে যাচ্ছে। নতুন এই পণ্যগুলো হলো চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। এতে সাধারণ ও নিম্ন আয়ের ভোক্তারা সাশ্রয়ী দামে আরও প্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ পাবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উপকারভোগী নির্বাচন ও স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয়করণবিষয়ক সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, নতুন পণ্য যুক্ত হলে দরিদ্র মানুষের স্বস্তি যেমন বাড়বে, তেমনি বাজারে চাহিদা-সরবরাহের ভারসাম্যও রক্ষা পাবে। সরকারের লক্ষ্য এক কোটি প্রকৃত উপকারভোগীকে টিসিবির আওতায় আনা, তাই দায়িত্বশীল কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, বর্তমানে সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজারের বেশি। এছাড়া আরও প্রায় সাড়ে তিন লাখ কার্ড সক্রিয়করণের অপেক্ষায় রয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ ও সিটি করপোরেশনের ধীরগতির কাজ এখন বড় চ্যালেঞ্জ। তবে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এসব সমস্যার সমাধান হবে। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ আশপাশের জেলার প্রশাসক ও কর্মকর্তারা অংশ নেন।