বিমানবন্দর অগ্নিকাণ্ডে ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকার ক্ষতি: বিএপিআই
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১৭:৪১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ওষুধ শিল্পে বড় ধরনের ক্ষতি হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) জানিয়েছে, দুর্ঘটনায় প্রায় ৪ হাজার কোটি টাকার বেশি কাঁচামাল ও যন্ত্রাংশ পুড়ে গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জাকির হোসেন এই তথ্য জানান।
বিএপিআই জানায়, দেশের শীর্ষ ৪৫টি ওষুধ কোম্পানির আমদানি করা কাঁচামাল আগুনে ধ্বংস হয়েছে। এসব কাঁচামালের মধ্যে অ্যান্টিবায়োটিক, ক্যানসার, হরমোন, ডায়াবেটিস ও ভ্যাকসিন উৎপাদনে ব্যবহৃত উপাদান ছিল, যা ছাড়া ওষুধ উৎপাদন ব্যাহত হবে। ক্ষতির পরিমাণ ছাড়াও বিভিন্ন যন্ত্রাংশ ও মেশিন ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন বলেন, দেশের ওষুধ শিল্প ১৬০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশও আছে। এই দুর্ঘটনা দেশের ফার্মাসিউটিক্যাল খাতের উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে অবস্থানকে বড় ধরনের চাপে ফেলবে। তিনি সরকারের প্রতি দ্রুত তদন্ত, ক্ষতিপূরণের ব্যবস্থা ও বিকল্প কার্গো অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান।