• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা রোববার

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১৭:২৭ অপরাহ্ণ
নভেম্বরে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা রোববার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসছে নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আগামী রোববার (২ নভেম্বর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত দিনে বিকেল ৩টায় নতুন দাম ঘোষণা করা হবে।
বিইআরসি জানায়, সৌদি আরামকোর প্রকাশিত নভেম্বর (২০২৫) মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী স্থানীয় বাজারে এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয়ের নির্দেশনা দেওয়া হবে। এর আগে গত ৭ অক্টোবর সর্বশেষ সমন্বয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অটোগ্যাসের দামও প্রতি লিটার ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়।
২০২৪ সালে মোট ১১ বার এলপিজি ও অটোগ্যাসের দাম পরিবর্তন হয়—এর মধ্যে সাতবার বেড়েছে, চারবার কমেছে। দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে; বেড়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।