• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃতদের দুজন শিবিরের

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃতদের দুজন শিবিরের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩ ব্যাচের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের ৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের আটকে রেখে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
 এই ঘটনায় ইতোমধ্যে ১৬ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে অন্তত দুজনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে অন্যদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, গত ১২ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের ৪০৩ নম্বর রুমে নবীন শিক্ষার্থীদের মানসিক নির্যাতন করা হচ্ছে বলে খবর পান বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। পরবর্তীতে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, হল সংসদের সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ আল-মাহদী, আ ফ ম কামালউদ্দিন হল সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবরার শাহরিয়ার ও সাংবাদিকরা গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করেন।
এ সময় সাংবাদিকরা র‌্যাগিংয়ের প্রমাণসরূপ ঘটনার ভিডিওধারণ ও ছবি তুলে রাখেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা দেশে অভিযুক্তদের চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ১৬ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী।
এদিকে, র‌্যাগিংয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহিষ্কৃতদের দুজন শিবিরের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যায়। তারা হলেন- মো. তানভীর রহমান মুন ও আব্দুল্লাহ আল সাঈদ।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই দুজনের শিবির সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করেন। সেখানে শিবিরের অনুষ্ঠানে ওই দুই শিক্ষার্থীকে দেখা যায়। পাশাপাশি জাকসু নির্বাচনে শিবিরের প্রার্থীদের পক্ষে তাদেরকে প্রচারণা করতেও দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মকানুন শেখানোর নামে ছাত্রলীগের চালুকরা নির্যাতনের সংস্কৃতি ছাত্রশিবিরের মাধ্যমে আবারও বিশ্ববিদ্যালয়ে ফিরে আসছে। এ বিষয়ে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক এবং জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, যাদেরকে নিয়ে কথা হচ্ছে তাদের সাথে আমাদের সংগঠনের কোনো যোগাযোগ নেই। এমনকি তাদের কেউ চিনেও না।