• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনে ভিপি মোস্তাকুর, জিএস সালাউদ্দিনের জয়

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
রাকসু নির্বাচনে ভিপি মোস্তাকুর, জিএস সালাউদ্দিনের জয়
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন আধিপত্যবিরোধী ঐক্যের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার, আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়লাভ করেছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের এস এম সালমান সাব্বির। শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতেই এই ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ২৯০ ভোটে। জিএস পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল ঘনিষ্ঠ; সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোটে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট— ব্যবধান মাত্র ১ হাজার ৩০ ভোট।
রাকসুর এই নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। ছাত্রীদের ছয়টি হলে ভোটের হার ছিল ৬৩ দশমিক ২৪ শতাংশ। এ নির্বাচনে ২৩টি পদে মোট ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, আর হল সংসদের ১৫ পদে ১৭টি হলে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৯৭ প্রার্থী। দীর্ঘ ৩৪ বছর পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে, যা রাবি ক্যাম্পাসে নতুন নেতৃত্বের সূচনা হিসেবে দেখা হচ্ছে।