• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ ‘হাওয়া ভবন মেমোরি’

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ১৭:৪৭ অপরাহ্ণ
তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ ‘হাওয়া ভবন মেমোরি’
সংবাদটি শেয়ার করুন...
বিশেষ প্রতিনিধি:
তারেক রহমান কবে দেশে ফিরবেন- এই প্রশ্ন বহু পুরনো। বিশেষকরে গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রশ্ন বারবার উঠেছে। মনে করা হচ্ছে, ফেব্রুয়ারির নের্বাচন কেন্দ্রিক কোন অঘটন না ঘটলে আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান। তাকে ঘিরেই আবর্তিত হবে বিএনপির নির্বাচনী পথচলা। তিনিই কান্ডারী। কিন্তু এ ক্ষেত্রে তাঁকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এরমধ্যে প্রধান হচ্ছে ‘হাওয়া ভবন মেমোরি’।
প্রসঙ্গত, বিগত দিনে খালেদা জিয়ার ইমেজে ভোট প্রভাবিত হয়েছে। তিনি অসুস্থ্য। এখন তারেক রহমান আসবেন, জনগণের মধ্যে স্বতস্ফূর্ততা আসবে। সুতরাং তারও একটা প্রভাব ভোটের উপর পড়বে। তবে সবকিছু প্রত্যাশা মতো নাও হতে পারে। এমন বিশ্লেষণও আছে রাজনীতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদের মতে, বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে ভোটারদের অতীত অভিজ্ঞতা আছে। ফলে এখানেও বিএনপির জন্য চ্যালেঞ্জ আছে। তিনি বলেন, মানুষ বিএনপির শাসনামলটাকে প্রত্যক্ষ করেছে। মানুষের কাছে কিন্তু মোটামুটি তারেক জিয়ার মেমোরিটা এখনও আছে। ঐ যে মেমোরিটা, হাওয়া ভবনের যে মেমোরি, মানে বিএনপির বিজয় তাঁকে কেন্দ্র করেই হবে, এরকমটা যদি বিএনপি চিন্তা করে তাহলে তাকে ঐ লিগ্যাসি থেকে বের হয়ে আসতে হবে।
এছাড়া তারেক রহমান দেশে ফিরলে তাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বেপরোয়াভাব চলে আসতে পারে, এমন আশঙ্কাও করেন বিশ্লেষকদের কেউ কেউ। বিশেষ করে নির্বাচনের অতীত ইতিহাস বিবেচনায় বিএনপি জয়ী হতে যাচ্ছে, এমন ধারণা আছে অনেকের মধ্যে। সেই ধারণা থেকেই ব্যবসায়ী, সিভিল সোসাইটি, প্রশাসনসহ বিভিন্ন খাতের নেতাদের মধ্যেও বিএনপির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে। তারেক রহমান সেটা কীভাবে সামলাবেন সেটাও দেখার বিষয়। অবশ্য রাজনীতির এতোসব ঘোরপ্যাচের আলোচনায় না গিয়ে বিএনপির তৃণমূল অধির অপেক্ষায় তারেক রহমানের জন্য। কোনকোনে পর্যবেক্ষক মনে করেন, অতীতের কোন বদনামই তারেক রহমানকে খুবএকটা স্পর্ষ করতে পারবে না।